বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ শ্রমিকলীগের আলোচনা সভা

12
জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (বি-১৯০২) সিবিএ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: জহিরুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (বি-১৯০২) সিবিএ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল ২৮ আগষ্ট বুধবার বিকালে নগরীর বাগবাড়ীস্থ বিদ্যুৎ ভবন চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি ও জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে, বিদ্যুৎ শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি এটিএম সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম মতিন, কেন্দ্রীয় শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিধু ভূষণ চক্রবর্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তারেক উদ্দিন তাজ।
সিলেট ও সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ নাজিম উদ্দিন ও গীতা পাঠ করেন আয়ন কৃষ্ণ আচার্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা হাজী মোঃ সেলিম মিয়া, সুশীল কুমার বৈদ্য, কৃপেশ রঞ্জন দাশ, আবুল খায়ের শামীম, সিদ্ধার্থ শিবির দে, সুফি আলম, পল্লব রায়, মোঃ মুন্না, মোঃ আলম জায়গীরদার, মোঃ জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ, দিল আফরোজা খাতুন, শুভ্রা রাণী দাশ, মোঃ আব্দুল মালেক, মোঃ রফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ বাবুল মিয়া, স্বপন চক্রবর্ত্তী, ফয়সল আলম, জাহাঙ্গীর আলম পলাশ প্রমুখ। বিজ্ঞপ্তি