বিমলেন্দু কুমার দে’র মৃত্যুতে পূজা ও ঐক্য পরিষদের শোক

6

সিলেট নগরীর চৌহাট্টা নিবাসী, প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক বিমলেন্দু কুমার দে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিলেট জেলা’র সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা’র সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, পূজা পরিষদ সিলেট মহানগরের সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক বিমলেন্দু কুমার দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, সিলেটের প্রাচীন প্রতিষ্ঠান দ্যা সেন্ট্রাল ফার্মেসী’র অন্যতম পরিচালক বিমলেন্দু কুমার দে একজন সৎ, নীতিবান ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব ছিলেন। তিনি যে কোন সামাজিক আচার অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের সহিত অত্যন্ত সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার দিবাগত রাত ৩টার দিকে প্রয়াত বিমলেন্দু কুমার দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি