ব্যাস পূজায় কাটা হলো ১২৩ পাউন্ড ওজনের কেক

13

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৩তম ব্যাসপূজা আবির্ভাব তিথিতে কাটা হলো ১২৩ পাউন্ডের কেক। তিনদিন ব্যাপী মহোৎসব শেষে রবিবার (২৫ আগষ্ট) অতিথি ও ভক্তদের নিয়ে কেক কাটা হয়। কেক কাটা উপলক্ষে ইসকন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়।
কেক কেটা ছাড়াও বেলা ৩টায় অফারিং লেটার পাঠ, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭ টায় শ্রীল প্রভুপাদ কথামৃত, রাত ৮টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে ১২৩ পাউন্ড ওজনের কেক নিবেদন, রাত ৯ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসকন সিলেটের ইয়ূথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সংকীর্তন প্রচার বিভাগের পরিচালক শালগ্রাম গোবিন্দ দাস ব্রহ্মচারী, ইসকন সিলেটের কমান্ডার ঈশান নিমাই দাস ব্রহ্মচারী, ইসকন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বলদেব কৃপা দাস প্রমুখ। বিজ্ঞপ্তি