বাদাঘাটের চেঙ্গের খালনদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

9

সিলেট সদর উপজেলার বাদাঘাটে চেঙ্গেরখাল নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগষ্ট রবিবার বিকেলে প্রতি বছরের ন্যায় বাদাঘাট এলাকাবাসী আয়োজিত হাজার হাজার জনতার উপস্থিতিতে কোনমেস্তরি নাওবানাইলো কেমন দেখা যায় গানের তালে তালে আনন্দঘন পরিবেশে নৌকাবাইছ সম্পন্ন হয়।
এবারে নৌকাবাইছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব পুটামারার ছমরু মেম্বারের নৌকা। রানার আপ হয় জৈন্তাপুর উপজেলার উত্তর কাঞ্জর গগন মিয়ার নৌকা। তৃতীয় স্থান অধিকার করেছে জৈন্তাপুর উপজেলার দরবস্ত পশ্চিম গরদনার আব্দুল লতিফ মিয়ার নৌকা।
এতে প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল একটি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় পুরস্কার ছিল একটি খাসি।
এলাকার বিশিষ্ট মুরব্বী মতিউর রহমান কালা মিয়ার সভাপতিত্বে সদর উপজেলা স্পোর্টস একাডেমির সদস্য সচিব সাংবাদিক ওলিউর রহমানের পরিচালনায় নৌকাবাইছ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মিল্লাত আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, স্থানীয় ইউপি সদস্য শাহনূর আলম, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, মোঃ মাসুক মিয়া, আওয়ামী লীগ নেতা লয়লুছ আহমদ চৌদুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মোস্তফা উল্লাহ, শহীদুল ইসলাম, গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন মাসুম আহমদ,ময়না মিয়া, সামসুল ইসলাম, আরমান আলী, রফিকুল হক,আব্দুন নূর, মরম আলী, মশাহিদ আলী, কালা মিয়া, বুরহান উদ্দিন, নূর মিয়া,আব্দুল মন্নান, ইউসুব আলী মিয়া, সাইদুর রহমান তবই, সাবেক মেম্বার মনির আলী, সমাজসেবী আব্দুল খালিক, সোহেল আহমদ, আতাউল হক সাধু, রফিকুল হক রফিক, মোঃ লিলু মিয়া, মমশর মিয়া, আমির আলী প্রমুখ। বিজ্ঞপ্তি