বর্ষার বিদায়

25

জিল্লুর রহমান পাটোয়ারী

বর্ষার বিদায় উঁকি দেয় শরৎ,
শরতের খুশির আহ্বান –
ফুলের হাসি করে নাচানাচি,
আনন্দে গায় গান।
বিলের ধারে কাশফুল হাসে,
শরতের মুগ্ধ মন –
নদীর জলে শাপলা হাসে,
গায় শরতের গান।
শরৎ আগমনে ফুলেরা সাজে,
দিনভর করে খেলা –
বর্ষার বিদায় শরৎ আসে,
ফুলেরা বসায় মেলা।
পুঞ্জ মেঘ গুঞ্জরনে হাসে,
ভাসে দূর আকাশে –
হেলিয়া দুলিয়া খেলিছে খেলা,
ডানা মেলে বাতাসে।