বিশ্বনাথে রাস্তা দখলে বাধা দেওয়ায় সংঘর্ষে প্রবাসীসহ আহত ১২

13
বিশ্বনাথে রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে দুই জন।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে বাড়ির রাস্তা দখলে বাধা দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে এক যুক্তরাজ্য প্রবাসী ও নারীসহ উভয় পক্ষে ১২ জন আহত হয়েছেন। স্থানীয়রা প্রথমে তাদেরকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। তবে গুরুতর আহত অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন (৪০), তার ছোটভাই শাহজাহান মিয়া (৩৫), মিজানুর রহমান (৩০) ও ফারহান হোসেনকে (২৫) এ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টারদিকে উপজেলার দেওকলস ইউনিয়নের মটুককোনা গ্রামের মৃত নুরুজ আলীর ছেলে লন্ডন প্রবাসী আখতার হোসেন ও আব্দুল আহাদের ছেলে সেলিম মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আখতার হোসেনের দাবি, প্রতিপক্ষের লোকজন দেয়াল নির্মাণ করে বাড়ির রাস্তা বন্ধ করতে চাইলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমসহ প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করেন।
অন্যদিকে সেলিম আহমদ কিংবা তার অপর ভাইদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি। তাদের চাচী আবেদা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, মালিকানা কারো আছে কিনা, তা তিনি জানে না। তবে, রাস্তায় দেয়াল নির্মাণকালে এ সংঘর্ষ হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, মটুককোনা গ্রামের আখতার হোসেন ও সেলিম আহমদ একে অপরের চাচাতোভাই ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। আর দুই বাড়ির মধ্যখানে সরকারি গোপাটকেই রাস্তা হিসেবে উভয় পক্ষ ব্যবহার করে আসছেন। গতকাল বৃহস্পতিবার সেলিম আহমদ পক্ষের লোকজন তাদের বাড়ির সামনে ওই রাস্তায় দেয়াল নির্মাণ করে দখল করতে চান। এসময় আখতার পক্ষের লোকজন দেয়াল নির্মাণ কাজে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষ বাঁধে। এতে আখতার পক্ষের প্রবাসী আখতার হোসেন (৪০), প্রবাসীর ভাই শাহজাহান মিয়া (৩৫), মিজানুর রহমান (৩০) ফারহান হোসেন (২৫), রেজওয়ান আহমদ (২৬) ও ছোটবোন তান্নি বেগমসহ (২০) ৮জন আহত হন। আর অপর পক্ষে সেলিম আহমদ (৪০), সায়েক আহমদ (৩০), লায়েক আহমদ (২৬) আহত হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেছেন, মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। মামলার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।