ছাতকে রাব্বি হত্যাকান্ড ॥ কাউন্সিলর লিয়াকতসহ ৬ জনের আগাম জামিন

11

ছাতকে রাব্বি খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলীসহ ৬জন আগাম জামিন পেয়েছেন। পৌর শহরের নোয়ারাই মহল্লার ৩নং ওয়ার্ডের আলমগীরের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২) মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে ছাতক সিমেন্ট কারখানার ৪নং এলাকা বাজারে লাল পাহাড়ের কাছে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়। এ হত্যাকান্ডকে কেন্দ্র করে শুক্রবার (২৬ জুলাই) নিহতের মা রুপিয়া বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলীসহ ১৭ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ছাতক থানার মামলা নং- ২০ তাং- ২৬.০৭.১৮ইং। এ ঘটনায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী, আমির আলী, আতিকুর রহমান, মো.সোহাগ মিয়া, মুক্তার আলী অপু, তজিম হোসেন হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। হাইকোর্টের আইনজীবী এডভোকেট আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার (২০ আগষ্ট) হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি আহমদ সোহেলের দ্বৈত বেঞ্চে জামিন আবেদন করলে বিচারপতিদ্বয় তাদের ৬ জনকে ৩ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এবং নির্দেশ দিয়েছেন এই সময়ের মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার জন্য। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ এম মাহবুবদ্দীন খোকন. এডভোকেট আফতাব উদ্দিন। বিজ্ঞপ্তি