বঙ্গবন্ধু রাজনীতির আধ্যাত্মিক নেতা ছিলেন – ভিপি শামীম

20
কোম্পানীগঞ্জ যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামী আহমদ (ভিপি)।

জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান রাজনীতির আধ্যাত্মিক নেতা ছিলেন। মাটি ও মানুষের সাথে গভীর সখ্যতা রেখেই জীবচারণে অভ্যস্থ ছিলেন তিনি। ফলে, তিনি রাজনীতির ভাষা বোঝতেন, বোঝতেন বাংলার মানুষের না বলা কথা। রাজনৈতিক গভীর প্রজ্ঞাবোধ থেকেই সেটি সম্ভব হয়েছিল। তিনি রাজনীতির আধ্যাত্মিক নেতা হিসেবে বুঝতে পেরেছিলেন বলেই ৭ মার্চের ভাষণে সেই শঙ্কা প্রকাশ করেছিলেন। ‘আমি যদি হুকুম দিবার নাও পারি, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে’।
তিনি মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত জাতির পিতার ৪৪ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা যুবলীগের আহবায়ক হাজি আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মছব্বির, যুক্তরাষ্ট্র আওয়ামীল লীগ নেতা নুর উদ্দিন নুরাই, জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, শাহিন আহমদ, লোকমান আহমদ, সাজলু লস্কর, আসাদ উদ্দিন, শাহিনুজ্জামান শাহিন, যুবলীগ নেতা ফারুক আহমদ, খালেদ উসমানী, নিজাম উদ্দিন, মহি উদ্দিন মহি, জেলা ছাত্রলীগ নেতা ফজলুর রহমান জসিম, জেলা ছাত্রলীগ নেতা মনিরুল হক ইনু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, তজব আলী, রিয়াজুল ইসলাম, মো. জুয়েল আহমদ, জামাল আহমদ, তোফাজ্জল হোসেন, সৈলেন চন্দ্র নাথ,দেলোয়ার মাহমুদ রিপন, জাফর দেওয়ান, সোহেল আহমদ, সোহেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মদরিছ আলী, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, পূর্ব ইসলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, তেলিখাল ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সভাপতি রশিক আলী, সাধারণ সম্পাদক মজনু মিয়া, ইছাকলছ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুশ শহিদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, আব্দুল মজিদ, দক্ষিণ রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগ নেতা কেফায়েত উল্লাহ, রফিক আহমদ, এখলাছুর রহমান, বাবুল মিয়া, দিলোয়ার আহমদ, শহীদ তালুকদার, কয়েছ আহমদ, আজিম উদ্দিন, শাহান, লেচু মিয়া, আব্দুর রহমান, সেলিম আহমদ, সুজন আহমদ, জহির রায়হান, লেচু মিয়া, সেন্টু, করম আলী প্রমুখ। বিজ্ঞপ্তি