ডেঙ্গুতে একদিনে বিভিন্ন হাসপাতালে সাত জনের মৃত্যু

15

কাজিরবাজার ডেস্ক :
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার রাজধানী ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফরিদপুর ও খুলনায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ঢাকায় ফাতেমা নামে এক নারী, সামিয়া নামে এক শিশু, খুলনার রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামের সবজি বিক্রেতা মিজানুর রহমান, নেত্রকোণার কেন্দুয়ার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন, ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিচর গ্রামের শেখ শফিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া আক্তার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাসেল মিয়া নামে কিশোরগঞ্জের এক যুবক।
চলতি বছরে ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে তার হালনাগাদ সরকারি হিসাব নেই। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ১৮ আগষ্ট পর্যন্ত অন্তত ১৬৬ জনের মৃত্যু হয়েছে। সে হিসেবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯ জনে উন্নীত হলো।