কষ্ট

13

রাশেদ হোসেন

একাকী কষ্ট
নীরবে কিকরে সয়ভো।
বলনা তুমি কি ভুলে কাঁদালে
কষ্ট ছাড়া এ হৃদয়ে
বলকি দিলে।
তুমি তো বলেছিলে
ভুলে যাও আমাকে।
শুধু একটি কথা বলনি
ভুলিভো কি করে তোমাকে।
কথা দিয়ে চলে গেলে–
পরের ঘরে।
এখন আমি থাকবো একা কেমন করে
তুমি তো চলে গেছো-
স্বার্থপরের মত।
তোমাকে ভালো বেসে
কিছুই পেলাম নাতো।
দিলে শুধু কষ্ট,
করেছো জীবন নষ্ট,
এ জীবনে পেলাম শুধু
তোমার দেওয়া কষ্ট।