আমার গাঁয়ে

14

মজনু মিয়া

আমার গাঁয়ে নদী নালা
আছে বিল ঝিল,
উড়ে বেড়ায় আকাশ বুকে
বক শালিক চিল।

আমার গাঁয়ে খোলা মাঠে
বিকেল বেলা,
গাঁয়ের সকল শিশু মিলে
করে খেলা।

সারি সারি গাছের ভীড়ে
হরেক ফল মূল,
উৎসবে আনন্দে বাজায়
বাদ্য ঢোল খুঁল।

সরো পথে ছেলে মেয়ে
ইশকুলে যায়,
ভালোবাসা মানুষ মাঝে
আমার এই গাঁয়।