মুজিব

14

আব্দুর রাজ্জাক

কতোই সময় কেটে গেলো মুজিব সরণে,
বছর ঘুরে আগষ্ট এলো শোকের বরণে।
দাদুর মুখে যখনি শুনি পঁচাত্তরের কথা,
কান্না ঝরে অঝোর ধারাই বুকে কষ্টের ব্যথা।
বিদ্রোহী নায়ক ছিলো সবার প্রিয় মুজিব,
তার কৃপাই স্বাধীন দেশে পেয়েছি বন্ধু সজিব।
সবার মুখে শুনছি আজ প্রিয় মুজিবের বাণী,
সবার সাথে চলবো মোরা হোক সে গরীব ধনী।
বাবা কাঁদে মা কাঁদে-কাঁদে ছোট্ট বোন,
পনেরো আগষ্ট মধ্যরাতে ছিলো মৃত্যুর ক্ষণ।