খুলেছে ব্যাংক-বীমা, রাস্তাঘাট ফাঁকা, কাটেনি ঈদের আমেজ

9

স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে মাত্র একদিনের জন্য গতকাল বুধবার খুলেছিল ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। তবে অফিসগুলোতে কাটেনি ছুটির আমেজ। ৩ দিন ঈদের ছুটির সাথে গতকাল অনেকেই আবার একদিনের ছুটি নিয়েছেন। কেউ কেউ আবার অফিসেই আসেননি। যেকারনে অনেকেই ভোগ করছেন ঢানা ৯দিনের ছুটি। আজ ১৫ আগষ্ট জাতীয় শোখ দিবস উপলক্ষে সরকারী ছুটি। কাল শুক্র ও পরশু শনিবার এই হিসেবে আরো ৩ দিনের ছুটির ফাঁদে পড়লো দেশ।
সরকারী-বেসরকারী ব্যাংকগুলো খুললেও প্রথম দিনে কমকর্তা ও কর্মচারীদের পাশাপাশি গ্রাহকদেরও উপস্থিতি ছিল কম। যারা অফিসে এসেছিলেন তারাও ঈদের কুশল বিনিময় ও নানা বিষয়ে কথাবার্তা বলে অলস সময় কাটিয়েছেন।
এদিকে ঈদের ছুটিতে সিলেট ছেড়ে যারা নাড়ির ঢানে নিজ নিজ বাড়িতে গিয়েছিলেন তাদেরও বেশীর ভাগ এখনও ফিরে আসেননি। যে কারনে রেলওয়ে স্টেশন ও বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের চাপ তেমন একটা লক্ষ্য করা যায়নি। ঈদ উপলক্ষে নগরীর অধিকাংশ শপিংমল ও বিপনীবিতান বন্ধ রয়েছে। যেকারনে রাস্তাঘাটেও খুব একটা লোকজন নেই।