শ্রাবণ মেঘের দিন

14

রমজান আলী রনি

আকাশে মেঘ জমেছিলো
দুঃখের মূর্তি হয়ে
কখনো মুখ খোলিনী গো
চুপচাপ গেছি সয়ে।

কদম গাছের তলে বসে
দিয়েছিলাম মালা
কোলে শুয়ে মাথা রেখে
বলতাম-মধুবালা।

শ্রাবণ মেঘের বাদলা দিনে
তুমি আমি মিলে
শাপলা শালুক তুলে দিতাম
তোমার চুলের খিলে।

ভালোবাসার ঘরে আমার
নেমে এলো বর্ষণ
শ্রাবণ দিনে চলে গেলে
পাইনি তোমার দর্শন।