গাঁজাসহ শাবির তিন শিক্ষার্থী আটক

15
শাবি থেকে গাঁজা সহ আটক তিন শিক্ষার্থী।

শাবি থেকে সংবাদদাতা :
গাঁজাসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। রবিবার (৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাঁজাসহ সিলেট সদরের লাক্কাতুরা মন্দিরের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন।
এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার জানান, আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন, সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইফফাত আহমেদ ও পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফজলে ইফফাত অনিক। তাদের কাছে প্রায় তিনশ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলেও জানান তিনি। পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৭ এবং তাদেরকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ক্যাম্পাস সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে সাজ্জাদ হোসেন এফইএস বিভাগের ও ফজলে ইফফাত অনিক পিএমই বিভাগ ছাত্রলীগের সভাপতি। তারা উভয়ই বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী হিসেবে পরিচিত। সাজ্জাদ হোসেন শাহপরান হলের ৪২৫/সি নং কক্ষে এবং ফজলে ইফফাত অনিক একই হলের ৪৪০/ডি নং কক্ষের আবাসিক শিক্ষার্থী।
বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘এই বিষয়টি আমি জেনেছি, আটকের ঘটনাটি বিশ্ববিদ্যালয় থেকে বেশ দ‚রবর্তী এয়াপোর্ট এলাকায় ঘটেছে। আর এই অভিযোগ সত্য হলে তার ব্যক্তিগত দায়ভার ছাত্রলীগে বহন করবে না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘থানা থেকে বিষয়েটি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে। তাদেরকে আইনের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া পুলিশকে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।’
আটকের বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘গাঁজাসহ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আমরা আটক করি। তল­াশী করে তাদের কাছে গাঁজা পাওয়া গিয়েছে। তাদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।’