ওসমানীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত ১

26

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। সে উপজেলার তাজপুর ইউনিয়নের কমরপুর গ্রামের ছনু মিয়ার পুত্র জলপু মিয়া (২২)। গতকাল বুধবার সাড়ে ১১টার দিকে উপজেলার কমরপুর গ্রামের হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতের অবস্থা আশংঙ্কাজনক থাকায় হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেছেন। আহত জলপু সিলেট ওসমানী হাসপাতালের ২০ নং ওয়ার্ডের ৩০ নং বেডে চিকিৎসাধিন রয়েছে এখনও তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে তার আত্মীয় স্বজনরা জানিয়েছেন।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে সাড়ে ১১টায় দিকে কমরপুর গ্রামের জুবেল মিয়া, পারবেজ মিয়া তার সহযোগীদের নিয়ে তাদের প্রতিবেশী ছনু মিয়ার বসত ঘরে হামলা চালায়। এ সময় ছনু মিয়ার পুত্র জলপু মিয়া প্রতিবাদ করায় হামলাকারীরা তাদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে জলপু মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে মারাত্মক আহত জলপু মিয়াকে উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় জরুরী ভিত্তিতে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বলেন, এ ব্যাপারে এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।