স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল

11

কাজিরবাজার ডেস্ক :
ডেঙ্গু এবং বন্যাজনিত কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া চলমান ডেঙ্গু রোগ সংক্রান্ত কর্মকাণ্ড তদারকি করতে ‘মিনিস্টার মনিটরিং সেল’ গঠন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিলের বিষয়টি সোমবারবিকেলে মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফিসিয়ালি এ তথ্য জানানো হয়।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক তার নিজ দপ্তরে ডেঙ্গু রোগ সংক্রান্ত ‘মিনিস্টার মনিটরিং সেল’ নামে একটি আলাদা মনিটরিং সেল গঠন করেছেন।
নির্দেশনা অনুযায়ী ‘মিনিস্টার মনিটরিং সেল’ ডেঙ্গু রোগ পরীক্ষার ফি সংক্রান্ত সরকারি নির্দেশনার কোনো প্রকার লঙ্ঘন হলে তার অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এছাড়া ডেঙ্গু সংক্রান্ত যেকোনো অনিয়মে দ্রুত অভিযোগ জানাতে ০১৩১৪-৭৬৬০৬৯, ০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬ এবং ০২-৪৭১২০৫৫৭ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে ministermonitoringcell@gmail.com এই ঠিকানায় ই-মেইল করা যাবে।