ন্যাপের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

7

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)‘র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২৭ জুলাই সিলেট জেলা ন্যাপের এক আলোচনা সভা ন্যাপ সংগঠক জেড. এম. শামসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গনমানুষের মুক্তিসংগ্রামে অবিচল রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), জন্ম লগ্ন থেকে এ দেশের গনমানুষের অধিকার বাস্তবায়নে কাজ করে আসছে। একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দু’লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমসহ সুপরিকল্পিত সমাজবান্ধব সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল স্বাধীনতা প্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ন্যাপের পতাকাতলে সমবেত হওয়ার আহব্বান জানান।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন প্রবীন ন্যাপ নেতা বিশিষ্ট শিক্ষক সমিরন ক্রান্তি পুরকায়স্থ, ন্যাপ নেতা খুরশিদ আলম, হায়াত চৌধুরী, আব্দুল্লাহ মিয়া, কৃঞ্চ চন্দ্র দাস, নিত্য রঞ্চন দাস, খলিলুর রহমান (চাষী ভাই), ইসমত ইবনে সানজিদ, সালাহ উদ্দিন আহমদ, আতাউর রহমান আতা প্রমুখ।
সভায় ন্যাপের সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। বিঞ্জপ্তি