জাফলংয়ে পর্যটকদের সেবায় যৌথ মত বিনিময় সভা

4

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি, আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষে এক যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জাফলং ভিউ রেষ্টুরেন্টে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসেন, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল, ট্যুরিষ্ট পুলিশ জাফলং জোনের ওসি মোঃ রতন শেখ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুুুুগ্ম সাধারন সম্পাদক মোঃ করিম মাহমুুদ লিমন, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যাবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক, জাফলং ট্যুরিষ্ট এন্ড হ্যান্ডবোর্ড যুব সংঘের প্রতিষ্ঠাতা হালিম আল মামুন, সভাপতি সুচেন্দ্র বিশ্বাষ, জাফলং ট্যুরিষ্ট গাইড এন্ড ফটোগ্রাফার সমবায় সমিতির সভাপতি সাজু মিয়া, অর্থ সম্পাদক নিলয় পারভেজ সুহেল, জাফলং ট্যুরিষ্ট ও নৌকা চালক যুব সংঘের সহ-সভাপতি শাহিন মিয়া প্রমুখ।