মা শুধু মা

28

আব্দুল মালেক জাগরণী

মুখের ভাষা সবাই পড়ে
মনের ভাষা ওটা না
যাকে তুমি বৃন্ত ভাব
সেটা কিন্তু বোটা না।

যাকে তুমি ভাবছো হাসি
ওটা মায়ের কান্না গো
রুগ্ন গুষ্ঠ হোক না পুত্র
মায়ে মৃত্যু চান না গো।

রাগ করে মা বললো তোমায়
“নষ্ট ছেলে, মরগা যা”
মা কখনো দেয় দেখেছ?
“তার ছেলেটা বর্গা চা”!

মা-তো শুধু মাকেই মানায়
আর তো সবাই পরগাছা
দেয় না ছেলে অট্টালিকায়
হোক না মায়ের ঘর কাঁচা।