মুক্ত পাঠাগার

16

বাসু দেব নাথ

যে ঘরেতে জ্ঞানের আলো, পণ শুধু ছড়াবার
সেই তো হল আমাদের এই মুক্ত পাঠাগার।
যেখানে জাতি সর্বদা চঞ্চল, উদ্নিগ্ন, অচল
জ্ঞান ঘর পাঠাগার রয় নিস্তধ্ব, নিরব, সচল।

যেখানে জাতি পঙ্গু হয়েছে, জ্ঞানের নেই ধার
সেখানে আছে বদ্ধ পরিকর এই মুক্ত পাঠাগার।
পাঠাগার হল শিক্ষিত জাতি, সকলের কাছে গন্য
পাঠাগার হল জ্ঞানের ভান্ডার, শিক্ষাতে সৌজন্য।

পাঠাগার তুমি নিত্য আড্ডা, প্রেম নিবেদন নিও
পাঠাগার তুমি সবসময়ের বইপোঁকাদের প্রিয়।
জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে শিক্ষিত জাতি দিও
তাইতো তুমি পাঠাগার, তুমি উত্তম, তুমি শ্রেয়।