বড়লেখায় ইউপি উপ-নির্বাচনে নৌকার জয়

8

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচনে নৌকা প্রতীকে সিরাজ উদ্দিন ৫৯০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম মামুন আনারস প্রতীকে পেয়েছেন ২৫৭৩ ভোট এবং ইসলাম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮৬৪ ভোট।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে দশটি কেন্দ্রের বেশিরভাগই ছিলো অনেকটা ফাঁকা। বেলা বাড়লেও এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমনটা চোখে পড়েনি। অবশ্য কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়ের আহমদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করেন। নির্বাচন কমিশন গত ৭ মার্চ পদটি শূন্য ঘোষণা করে। পরে ইউপি সদস্য সিরাজ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। গত ১৭ জুন নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।