সিলেট হতে লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি প্রদান আজ

13

সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২০ জুলাই শনিবার সাংগঠনিক সাধারণ সভা ও ২৩ জুলাই মঙ্গলবার সাংগঠনিক নিয়মিত সভা সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতে ২৫ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট হতে লন্ডন সরাসরি ফ্লাইট চালু ও সিলেট এম এ জি ওসমানী আর্ন্তাজতিক বিমান বন্দরের বিভিন্ন চিহ্নিত সমস্যা নিরসনের দাবিতে প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান, ২৭ জুলাই শনিবার বিকাল ৪টায় সংগঠনদ্বয়ের যৌথ উদ্যোগে বিশেষ সভা, ২৮ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় ২০১৯ হতে ২০২৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ভাবে জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতিপাদ্য হিসাবে রাখার দাবিতে মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বরাবরে স্মারকলিপি প্রদান, ৩০ জুলাই সোমবার বেলা ১১টায় “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যটি ২০১৯ হতে ২০২৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ভাবে জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতিপাদ্য হিসাবে রাখার দাবিতে প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান, ১ আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যটি ২০১৯ হতে ২০২৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ভাবে জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতিপাদ্য হিসাবে রাখার দাবিতে প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।
উভয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমান। বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. তালেব হোসেন তালেব, মোহাম্মদ আলী, স্বপন মোদক, মো. নিয়াজ কুদ্দুস খাঁন, মো. আছকির মিয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ মুখতার আহ্মেদ তালুকদার, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক চৌধুরী মামুন, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. মীর ছাইফুল ইসলাম, সৈয়দ রাসেল, আরশ আলী, সৈয়দ ইব্রাহিম, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, দপ্তর সম্পাদক এবাদ উল্লাহ, সহ দপ্তর সম্পাদক মো. কমিল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জ্াদ খান, সহ প্রচার সম্পাদক মো. রেজাউল হক, তানভীর হাসান ফাহিম, সহ যুব ক্রীড়া সম্পাদক ইমাজ উদ্দিন, যোগাযোগ সম্পাদক মো. মকবুল চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইন্দ্রজ্যোতি পাল জীবন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়ন্ত পাল, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. খালেদুজ্জামান, সমাজসেবা সম্পাদক মো. মহিবুর রহমান মুহিব, সহ সমাজসেবা সম্পাদক শাহীন আহমদ, সুহেল আহমদ, সহ আন্তর্জাতিক সম্পাদক গোলাম কিবরিয়া হিমু, সদস্য শামসুল ইসলাম দিপু, রাসেল আহমদ রাশেদ, নাহিদ হাসান ও আবুল নায়েম সুজন। বিজ্ঞপ্তি