কম্পিউটার প্রশিক্ষণের সনদ পেলেন ১৬ নারী পুলিশ

8

স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং শাখার অধিনে কম্পিউটারের প্রশিক্ষণ নিলেন ১৬ নারী পুলিশ সদস্য। তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
পুলিশ লাইন্স স্কুলের কম্পিউটার ল্যাবে ১৪ দিনব্যাপী বেসিক কম্পিউটার প্রশক্ষণে হাতে-কলমে তাদের প্রশিক্ষণ প্রদান করেন দক্ষ প্রশিক্ষকরা। সফলভাবে প্রশিক্ষণ শেষ করায় গতকাল সোমবার তাদের হাতে সনদপত্র তুলে দেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এসএমপির প্রত্যেক পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। এর ফলে এসএমপির কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং জনগণও দ্রুত সেবা পাবেন।
সমাপনী অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।