ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করায় সিএনজি অটোরিক্সা চালক আটক

29

স্টাফ রিপোর্টার :
ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করায় জনতা এক সিএনজি অটোরিক্সা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার বিকেলে সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত সিএনজি অটোরিকশা চালক অকিল চন্দ্র বিশ্বাস উরফে অকিল কুমার বিশ্বাস (২৭) নেত্রকোণা সদর থানার গরুহাটা নিউ টাউনের অনিল চন্দ্র বিশ্বাসের পুত্র। বর্তমানে সে চৌকিদেখী সরকার ভবনের ১০৩/৩ নং বাসার বাসিন্দা।
পুলিশের প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, কাবা শরীফে ছবির উপরে শিবলিঙ্গের ছবি সংযুক্ত করে পোষ্ট করে এবং উক্ত পোষ্টটি বর্ণিত সিএনজি স্ট্যান্ডের অন্যান্য সিএনজি শ্রমিকদের তার মোবাইল থেকে সরাসরি দেখাতে থাকে অকিল চন্দ্র বিশ্বাস। এর পর থেকে পোষ্টটি বিভিন্ন লোকজন ফেসবুকে শেয়ার করে বিভিন্ন ধরণের উত্তেজনামূলক মন্তব্য প্রকাশ করতে থাকে। প্রমাণস্বরূপ বর্ণিত সিএনজি স্ট্যান্ডের সিএনজি চালক মোস্তাক খাঁন (৩০) তার মোবাইল ফোনে ফেসবুকে উক্ত পোষ্টটি দেখতে পেয়ে পোষ্টটির স্কিনশট নিয়ে পেজটি প্রিন্ট করে সিএনজি অটোরিক্সা-৭০৭ স্ট্যান্ডের সভাপতি মোঃ আবুল হোসেন খাঁনকে দেখায়। ঘটনাটি দেখার পর মোঃ আবুল হোসেন খাঁন ফেইসবুকে পোষ্টকারী অকিল চন্দ্র বিশ্বাস উরফে অকিল কুমার বিশ্বাসকে মজুমদারী সিএনজি স্ট্যান্ডের রাস্তার অপরপ্রান্তে উপস্থিত পেয়ে ডাক দেন। ডাক শুনে অকিল চন্দ্র বিশ্বাস বিষয়টি বুঝতে পারে এবং তার মোবাইল হতে তাৎক্ষণিক পোষ্টটি ডিলিট করে মোবাইল বন্ধ করে দেয়। পরবর্তীতে মোঃ আবুল হোসেন খাঁন উক্ত বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয়ে স্বীকার করে বলে যে, আমি পোষ্টটি ডিলিট করেছি। তৎক্ষণাৎ মোঃ আবুল হোসেন খাঁনসহ সিএনজি স্ট্যান্ডের অন্যান্য সিএনজি চালকগণ অকিল চন্দ্র বিশ্বাসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় জনতা অকিল চন্দ্র বিশ্বাস এর এহেন কার্যকলাপের জন্য তার ফাঁসি দাবী করেন। এ ঘটনায় মোঃ আবুল হোসেন খাঁন বাদী হয়ে ডিজিটাল আইনে এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-২১ ২০-০৭-১৯)।