ওভারথ্রোর নিয়ম বদলাতে পারে এমসিসি

7

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
নাটকীয় বিশ্বকাপ ফাইনালে মার্টিন গাপটিলের ওভারথ্রো নিয়ে বিতর্ক শুরু হয়েছে গোটা বিশ্ব। এরমধ্যেই নড়েচড়ে বসল এমসিসি। ওভারথ্রো সংক্রান্ত নিয়ম আরও একবার বিবেচনা করে দেখতে চায় ক্রিকেটের নিয়ম নির্ধারক সংস্থা।
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে এমসিসি। সেখানে এমসিসির তরফ থেকে জানানো হয়েছে “ক্রিকেটের নিয়ম নিয়ে যেমন বিবেচনা করা হয়, ক্রিকেটে ওভারথ্রোর নিয়ম নিয়েও ভাবনাচিন্তা করার সময় এসে গিয়েছে। এমসিসি সাব কমিটিও এই নিয়ে বিবেচনা করবে।”
১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড-ইংল্যান্ড ফাইনালের শেষ ওভারে মরগ্যানদের জিততে প্রয়োজন ছিল তিন বলে নয় রান। দুই রান নিতে গিয়ে মরিয়া ঝাঁপ দেন বেন স্টোকস। আর ঠিক সেই সময়েই মার্টিন গাপটিলের ছোঁড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি লাইন অতিক্রম করে।
ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ইংল্যান্ডকে ছয় রান দেন। এই নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। ছয় রান দেওয়া যুক্তিযুক্ত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বহু সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট সমর্থকরা। সুপার ওভারে ইংল্যান্ড ম্যাচ জিতে যাওয়ার পরেও এই ওভারথ্রো নিয়ে চর্চা চলছেই।
এর মধ্যেই পাঁচবারের সেরা আম্পায়ার সাইমন টফেল দাবি করেন, ধর্মসেনার ছয় রান দেওয়া উচিত হয়নি। কারণ, মিড উইকেট থেকে গাপটিল যখন বল ছোঁড়েন, তখনও ব্যাটসম্যানরা একে অপরকে ক্রস করেননি। তাই ক্রিকেটের নিয়ম মতে ইংল্যান্ডের ছয় রান নয় বরং পাঁচ রান প্রাপ্য। এবার সেই নিয়ম নিয়ে পুনর্বিবেচনা করবে এমসিসি।