রাজার ফাঁদে

16

আব্দুর রাজ্জাক

রাজা মশাই হুকুম করে
জেলে রাখাল আসে,
ধান মাছ পাঠ সবই আনো
যতো আছে পাশে।

কথা যদি নাহি মানো
গলা নিবো কেটে,
হাতে পায়ে চাবুক মারবো
কাঁদবে গলা ফেটে।

রাজার ভয়ে রাখাল জেলে
ছুটে আসে বাড়ি,
তাড়াতাড়ি সবই নিয়ে
ওঠে পড়ে গাড়ি।

রাজা বাবুকে খুশি করতে
গরীব কষ্টে মরে,
বন্ধ ঘরে কাঁদে গরীব
রাজার ভয়ে ডরে।

রাজার ফাঁদে পড়ে গরীব
সবই করে নষ্ট,
রাজা চলে হেঁসে খেলে
গরীবের বুকে কষ্ট।