উজানী ঢল

17

জিল্লুর রহমান পাটোয়ারী

উজানী ঢল আসলো নেমে,
আমাদের এই দেশে –
তলিয়ে গেলো গ্রামবাংলার,
ঘরবাড়ি সব ভেসে।
গরু ছাগল হাঁস মুরগি,
মানুষ গেলো ভেসে –
ক্ষেতের ফসল সব গেলো রে,
উজানী ঢল এসে।
সর্বনাশা উজানী ঢল বন্যার জল,
কেড়ে নিলো বাড়ি –
মাথা গোঁজার ঠাঁই নাই রে,
গেলো ভাতের হাঁড়ি।
সহায় সম্পদ রইলো না আর,
মাথা গোঁজার ঠাঁই –
অসহায় আজ সব হারিয়ে,
বাঁচার উপায় নাই।