খোকন উড়ায় ঘুড়ি

12

মজনু মিয়া

খোকন উড়ায় ঘুড়ি ভোরে
দিনমান চলে যায়,
রঙিন ঘুড়ির মধুর সুরে
মনটা ভরে যায়।

দুই পাখায় তার রঙিন আঁকা
প্রজাপতির রং,
ঢুঁ মেরে যায় ডানে বামে
ধরে কত ডঙ।

উড়ে দূরে দূর আকাশে
আকাশ ফুঁরে ধায়,
দেখে খোকন ভীষণ খুশি
আনন্দে লাফায়।