বর্ষা কালের কথা

19

রাকিব আল হাসান

বর্ষা কালে মেঘ জমে আর বৃষ্টি খুবই পড়ে,
নদ-নদী আর পুকুরগুলো পূর্ণ হয়ে ভরে।
ব্যাঙ ডাকে খুব ঘ্যাঙর ঘ্যাঙর পথের ধারে পানি,
পথ পেরুতে ধরছে লোকে কাপড় একটুখানি।

কদম গাছের রূপ বাড়ে খুব গাছ ভরে যায় ফুলে,
হালকা বায়ুর ছোঁয়া পেলে এদিক সেদিক দুলে।
দূর থেকে ঐ কেয়ার হাসি ধবধবে রং সাদা,
রংবাহারি ফুলের মাঝে দেখতে ও আলাদা।

তাই না শুধু মাছ ভরে যায় নদীনালা খালে,
যায় বেরিয়ে দল বেঁধে সব মাছ শিকারে জালে।
পাখপাখালি বর্ষা কালে কদম গাছের ডালে,
গান গেয়ে সে ভিজতে থাকে সুরের তালে তালে।

আরো যখন বৃষ্টি এলে ভিজে তরুলতা,
মনে তখন জাগে শুধু ভেজার আকুলতা!
ক্ষান্ত দিলাম আজ এখানে বর্ষা কালের কথা,
নয়তো শুধু বাড়বে মনে শোনার ব্যাকুলতা।