কানাইঘাট কলেজগুলোর ফলাফল বিপর্যয়

15

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কানাইঘাট কলেজগুলোর সার্বিক ফলাফলে বিপর্যয় ঘটেছে। বিশেষ করে কানাইঘাটের একমাত্র সরকারী কলেজের ফলাফলে অসন্তষ্ট হয়েছেন অভিভাবকরা। ফল বিপর্যয়ের কারণে শিক্ষার্থীদের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গোটা উপজেলায় কলেজ ও মাদ্রাসা পর্যায়ে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি। কানাইঘাট সরকারী কলেজ সহ ৮টি কলেজে সর্বমোট ১১৯৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৮৩০ জন ও অকৃতকার্য হয়েছেন ৩৬৯জন শিক্ষার্থী। এর মধ্যে কানাইঘাট সরকারী কলেজ থেকে ৫৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩৬৩ জন, গাছবাড়ী আইডিয়াল কলেজ থেকে ১৫৮ জনের মধ্যে ১৩৩ জন, কানাইঘাট মহিলা কলেজ থেকে ৪০ জনের মধ্যে ২৩ জন, শিকদার ফাউন্ডেশন কলেজ থেকে ৭৩ জনের মধ্যে ৫০ জন, ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ থেকে ৪৮ জনের মধ্যে ৪৭ জন, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ থেকে ৬২ জনের মধ্যে ৪৯ জন, চরিপাড়া স্কুল এন্ড কলেজ থেকে ৪১ জনের মধ্যে ৩৩জন, মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি থেকে ১৯৭ জনের মধ্যে ১৩২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। কলেজ পর্যায়ে পাসের হার ৬৯.২৩%।
অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ৫টি মাদ্রাসায় ১৮৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৭৯জন। এর মধ্যে কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা থেকে ৩১ জনের মধ্যে ২৮ জন, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসা থেকে ৫৭ জনের মধ্যে ৫৪ জন, ঝিঙ্গাবাড়ী ফাযিল মাদ্রাসা থেকে ৫৪ জনের মধ্যে ৫৩, রহিমিয়া আলিম মাদ্রাসা থেকে ২৩ জনের মধ্যে ২২ জন, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসা থেকে ২৩ জনের মধ্যে ২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৯৫.২২%।