‘আলোর অভিসারী’ সিলেট ক্যাডেট কলেজের অতীত সাফল্যের ধারাবাহিকতা

28

স্টাফ রিপোর্টার :
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ‘আলোকের অভিসারী’ খ্যাত সিলেট ক্যাডেট কলেজ। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজ থেকে মোট ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ ফলাফল অর্জন করেছে।
সহশিক্ষা কার্যক্রমের মতো শিক্ষা কার্যক্রমেও ক্যাডেটরা ভালো ফলাফল অর্জন করায় কলেজ অধ্যক্ষ লেঃ কর্ণেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, পিএসসি ক্যাডেট, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। অধ্যক্ষ বলেন, “সিলেট ক্যাডেট কলেজের এই সাফল্য আগামী প্রজন্মকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে। ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে”। আগামীতে সাফল্যের এই ধারা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।