কাজিরবাজার ও শেখঘাট অংশে দু’দিনে ৩২টি রাইস মিল উচ্ছেদ

24

স্টাফ রিপোর্টার :
নগরীর সুরমা নদীর পারে নির্মিত কারখানা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে কাজির বাজার ও শেখঘাট এলাকার অন্তত ৩২টি রাইস মিল ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এর মধ্যে সোমবার ৩০টি ও মঙ্গলবার আরও ২টি রাইস মিল উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
উল্লেখ্য, নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর তীর ঘেঁষে নির্মিত স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিনে কয়েকশ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।