সিলেটে আজও বৃষ্টি হতে পারে

9

স্টাফ রিপোর্টার  :
সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন থেকে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৭.০ ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৯.৩ ডিগ্রি সেন্টিগ্রেড।
এদিকে সিলেটে সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮৮ শতাংশ যা সন্ধ্যা ৬টায় ৭৪ শতাংশ নেমে যায়।
বুধবার সিলেটের সূর্যোদয় হবে সকাল ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হবে।
এদিকে সোমবার (৩০ এপ্রিল) সকাল ৬টা থেকে থেকে মঙ্গলবার (১ মে) সকাল পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭২.০ মিমি এবং মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ০.৪ মিমি।