ট্রেড লাইসেন্স নবায়নে এআইটি বাড়িয়েছে সরকার – মেয়র আরিফুল হক চৌধুরী

4

সিলেটসহ বিভিন্ন সিটি করপোরেশন এলাকার ব্যবসা সংক্রান্ত ট্রেড লাইসেন্স নবায়নে সরকার অগ্রীম আয়কর (এআইটি) বাড়িয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘ইতিপূর্বে সিলেট সিটি করপোরেশন এলাকার ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ৩শ টাকা অগ্রীম আয়কর (এআইটি) নির্ধারিত খাতে আয়কর বিভাগের হিসাব নম্বরে জমা নেওয়া হতো। গত ৩০ জুন প্রকাশিত একটি গেজেটের ২৭-এর ধারা-খ ধারা অনুযায়ী উক্ত অগ্রীম আয়কর ৩শ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। গত ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।’ লাইসেন্স নবায়নকালীন উক্ত অগ্রীম আয়করের টাকা সোনালী ব্যাংক লিমিটেড সিলেট সিটি করপোরেশন শাখার মাধ্যমে আয়কর বিভাগের হিসাব নম্বরে জমা হয়ে থাকে বলে জানান তিনি। মেয়র বলেন, ‘অগ্রীম আয়কর বাবদ ব্যবসায়ীদের প্রদান করা অর্থ সিটি করপোরেশনের তহবিলে জমা হয় না।’ বিজ্ঞপ্তি