রোটারি ইন্সটলেশন অনুষ্ঠানে বিচারপতি হায়দার ॥ দেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

29

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসলে দেশ উন্নত হবে। আমাদের আর পিছন ফিরে তাকাতে হবেনা। তিনি শুক্রবার রাতে নগরীর বালুচর একটি কমিউনিটি সেন্টারে রোটারি ডিস্ট্রিক্ট ইন্সটেলেশন কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইন্সটেলেশন চেয়ারম্যান এএইচ ফয়সাল আহমদের সভাপতিত্বে রোটারিয়ান এডভোকেট হোসাইন আহমদ শিপন এবং রোটারিয়ান রুমেল এমএস পীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিডিজি প্রফেসর তৈয়ব চৌধুরী, পিডিজি শহীদ চৌধুরী, ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি আব্দুল আহাদ, পিডিজি ড. মীর আনিসুজ্জামান, পিডিজি ইশতিয়াক এ জামান, পিডিজি সামসুল হুদা, পিডিজি মাগফুর আহমেদ, ডিস্ট্রিক্ট ৩২৮১ আইপি ডিজি আবু এফ আলমগীর, ডিজি খায়রুল আলম, ডিজিই ড. বেলাল উদ্দিন আহমদ ডিজিএন আবু ফয়েজ খান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি