জন্মদিনে আল মাহমুদ উৎসবে বক্তারা ॥ আল মাহমুদ বেঁচে থাকবেন তাঁর কবিতায়

15

আল মাহমুদ বেঁচে থাকবেন তাঁর কবিতায়। বাংলা ভাষা এবং বাংলা কবিতা যতোদিন থাকবে ততোদিন শ্রদ্ধাভরে উচ্চারিত হবে ‘সোনালী কাবিনে’র কবির নাম। কবির ৮৪তম জন্মদিনে এমন প্রত্যাশাই ব্যক্ত করেন তাঁর উত্তরসূরী কবিগণ। কাঁটাবনের কবিতা ক্যাফেতে এ উপলক্ষে কবিতার কাগজ ‘কবি এবং কবিতা’র উদ্যোগে আয়োজিত ‘আল মাহমুদ উৎসব’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিস্বত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা। মুখ্য আলোচক ছিলেন কবি জাহিদুল হক আর সভাপতিত্ব করেন ‘কবি এবং কবিতা’র সম্পাদক কবি শাহীন রেজা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর ফিরোজ এবং কবি রেজাউদ্দিন স্টালিন।
কবি ও কণ্ঠশিল্পী পলি রহমানের কণ্ঠে কবির ‘এই শহরে একটি মেয়ে’ এবং নব্বই দশকের অন্যতম কবি কামরুজ্জামানের কণ্ঠে ‘সোনালী কাবিন’র ১ম ও ২য় কবিতা দু’টি আবৃতির মধ্যদিয়ে শুরু হওয়া এ আয়োজনটির সঞ্চালক ছিলেন আল মাহমুদের ঘনিষ্ঠজন তারুণ্যের কবি জাকির আবু জাফর।
স্মৃতির ঝাঁপি নিয়ে হাজির হন কবি মুজতাহিদ ফারুকী, কবি রফিক হাসান, কবি হাসান মাহমুদ, ড. ফজলুল হক তুহিন, কবির বিশেষ সহকারী কবি আবিদ আজম, বাদল চৌধুরী, সোমা খান, জান্নাতুন নেছা প্রমুখ। বিজ্ঞপ্তি