কানাইঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

14

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরঙ্গজেব (৩৫) কে সিলেট শহর থেকে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আরঙ্গজেব চৌধুরীর বাড়ী কানাইঘাট উপজেলার দীঘিরপার পূর্ব ইউপির মানিকপুর গ্রামে। সে ঐ গ্রামের আতাউর রহমান চৌধুরীর ছেলে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন স্যারের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আবু সুফিয়ান, শফিকুল ইসলাম, বেলাল হোসেন, এটিএসআই দীপংকর পাল সিলেট নগরীর আম্বরখানা এলাকার আব্দুল বারি ম্যানশন থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক ব্যবসায়ী আরঙ্গজেব চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। যাবজ্জীবন কারাদন্ডের পর গ্রেফতারকৃত আরঙ্গজেব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে সিলেট কোতোয়ালী মডেল থানার মামলা নং- ১৩, তাং- ১১/১১/২০১৩ইং তারিখের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালত আরঙ্গজেব চৌধুরীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা রায় প্রদান করেন।