চার জন পেলেন সিলেট মিরর পুরস্কার

11

স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা কীর্তিমানদের সম্মাননা জানাতে প্রবর্তিত হয়েছে ‘সিলেট মিরর পুরস্কার’। প্রথম বছরে এই পুরস্কারের জন্য নির্বাচিত চার কীর্তিমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ বছর সাংবাদিকতায় প্রথিতযশা সাংবাদিক আবেদ খান, সাহিত্যে মশিউল আলম, শিক্ষায় পরিমল কান্তি দে এবং সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য নিজামউদ্দিন লস্করকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ২৬ জুলাই একটি আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গতকাল বুধবার (১০ জুলাই) সিলেট নগরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ডের অন্যতম সদস্য এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম, বারাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম রাব্বানী চৌধুরী, বারাকা গ্র“পের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মঞ্জুর কাদির এলিম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মিরর এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের।
নাম ঘোষণার পূর্বে এমন উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর বলেন, ‘যারা স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রেখে আমাদের দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন তাদের অবদানের স্বীকৃতি জানানোর পাশাপাশি পরবর্তী প্রজন্মের নাগরিকদের সৃজন-মনন উভয় ক্ষেত্রে আরো উৎসাহ যোগাতে ও দায়িত্বশীল হওয়ায় অনুপ্রাণিত করতে আমরা এমন উদ্যোগ নিয়েছি। সিলেট মিরর পুরস্কার কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘সিলেটের সাংবাদিকতার মানোন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বহুমুখী কাজ করতে চায় সিলেট মিরর। সাংবাদিক সহকর্মীদের পাশাপাশি সকলের সহযোগিতা ছাড়া তা বাস্তবায়ন কিছুতেই সম্ভব নয়।’
সিলেট মিরর পুরস্কারের প্রতিটির অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা। এছাড়া প্রত্যেককে স্বীকৃতি-স্মারক, ক্রেস্ট, বরণ-উত্তরীয় দেওয়া হবে। বিজ্ঞপ্তি