মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

77

সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ৫০ জনের বেশি নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাতের আঁধারে খাদিমপাড়া ইউনিয়নের অসংখ্য ছাত্রলীগ যুবলীগের নিরীহ নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে বুধবার (৩ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এম.সি কলেজ ও সরকারি কলেজের নেতাকর্মীরা।
এম.সি কলেজের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, এম সি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হুসেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম, এম সি কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, জ্যোতীষ্ময় দাস সৌরভ, শামীম আলী, সাদিক আহমেদ, আলতাফ হুসেন মুরাদ, মাসুম আহমেদ মাহী, কানন আহমেদ, রতন, রাহি, সেলিম, সুমন, জন, অর্জুন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম, সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরূপ, ফাইয়াদ আহমেদ জামিল, কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ, কাওসার উদ্দিন আহমেদ, রেজাউল হক, নাইম আহমেদ, আনসার আহমেদ রুহেল, নুর মোহাম্মদ আনাস, এনাম আহমেদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
পৃথক পৃথক সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে খাদিমপাড়াবাসীর প্রিয় নেতা জাহাঙ্গীর আলম সহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় বক্তারা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান। বিজ্ঞপ্তি