যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আটককৃত ৯ জন কারাগারে

12

স্টাফ রিপোর্টার :
সিলেট-তামাবিল সড়কের শাহপরানে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আটককৃত ৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে শাহপরান থানা পুলিশ। গতকাল বুধবার পুলিশ আটককৃত ৯ জনকে বিচারিক হাকিম আদালতে হাজির করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী।
জেলে প্রেরণকৃত আসামীরা হচ্ছে- শাহপরান থানার শাহপরান উপশহর ৩ নং রোডের বি-ব্লকের ৩ নং বাসার ফারুক আহমদের পুত্র সেলিম আহমদ (২৪), তার ভাই এনায়েত আহমদ (২৬) ও শাকিল আহমদ (১৮), ইসলামপুর কলোনীর মঈন মিয়ার পুত্র মুকিত আহমদ (২২), একই এলাকার আব্দুস সালামের পুত্র মো: জাবেদ (১৮), দুদু মিয়ার পুত্র মিজান (১৯), মৃত রহিম মিয়ার পুত্র আজিম মিয়া (১৯), শাহপরান থানার মোহাম্মদপুর গ্রামের মানিক মিয়ার পুত্র শহিদুল ইসলাম (২৫) ও একই থানার চামেলীবাগ ২ নং রোডের ৮৩ নং বাসার নোমান উদ্দিনের পুত্র শহিদ মিয়া (১৮)। আটককৃতরা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের অনুসারী। গত মঙ্গলবার রাতে শাহপরান থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এর আগে শাহপরান থানার এসআই এনায়েত উল্লাহ বাদি হয়ে ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে মারামারি ও বিস্ফোরকদ্রব্য এর অপরাধ এনে এ মামলাটি দায়ের করেন। যার নং-৪ (০৩-০৭-১৯)। আটককৃতরা ওই মামলার এজাহারনামীয় আসামী বলে জানা গেছে।