গ্যাসের মূল্য বৃদ্ধি জনগণ মেনে নেয়নি ———— সিলেট বিভাগ গণদাবী পরিষদ

12

সরকার কর্তৃক গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি। গতকাল ২ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট নগরীর ৫৩নং সমবায় ভবনস্থ কার্যালয়ে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, গ্যাস নিয়ে যারা লোকোচুরি, ঘুষ-দুর্নীতি করেছে তারাই গ্যাস সেক্টরকে লোকসানের দিকে নিয়ে যাচ্ছে। লাভজনক গ্যাসকে দুর্নীতিবাজরা লোকসানের পথে ঠেলে দেয়ার কারণে গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের ঘাড়ে তা চাপিয়ে দিচ্ছে। সেজন্য গ্যাস খাতে মূল্যবৃদ্ধি জনগণ মেনে নিবে না। এই মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। দেশে নি¤œ ও মধ্যবিত্ত সমাজকে শোষণ বঞ্চনার কবল থেকে মুক্ত করতে হবে। সভায় নেতৃবৃন্দ আরো বলেন, সরকার সিলেটে আবাসিক গ্যাস লাইন সংযোগ বন্ধ করে দেয়ায় প্রবাসীরা আবাসন সহ অন্যান্য খাতে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সিলেটবাসীর ন্যায্য দাবির প্রতি সরকার আবাসিক গ্যাস লাইন পুনঃসংযোগ না দেয়ায় আঘাত করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর সিলেটে আবাসিক গ্যাস লাইন পুনঃচালু ও বিধি নিষেধ প্রত্যাহার করে নিতে হবে।
সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার, মাহবুবুর রহমান খালেদ, কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুস সালাম, মোঃ মঈন উদ্দীন, কেএম বদরুল হাসান, মাওলানা ওসমান গণি, মোঃ কয়েছ আহমদ, কামিনি বৈদ্য, পানুর রহমান পানু, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোঃ সাদিকুর রহমান ইয়ামনি, মোঃ মঈনুল ইসলাম মামুন, মামুনুর রশীদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লোকমান আহমদ হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা পীর এমরুল হক নোমান, ওসমানী নগর উপজেলা শাখার সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, সাংবাদিক সাব্বির আহমদ, বিশ^নাথ উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের নোমান, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ নাঈম। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট আয়কর আইনজীবী ও গণদাবী পরিষদের কেন্দ্রীয় সদস্য জহিরুল ইসলাম রিপন, মোঃ মকবুল হোসেন, মোঃ মাজহারুল হক লিটন, সৈয়দ আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম, মোঃ কামাল আহমদ, মোঃ ইফতিয়াক হোসাইন মঞ্জু, আলহাজ¦ রফিক আহমদ, মোঃ কামরুজ্জামান হেলাল, সেলিম আহমদ, ময়নুল ইসলাম, মোঃ আরিফ মিয়া ও লিটন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি