গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন ———-গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

8

গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যক্ষ লে: কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে এনার্জী রেগুলেটরী কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাসের মূল্য বৃদ্ধি আজ থেকে কার্যকর করার ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মূল্য বৃদ্ধির ফলে দেশে নি¤œ আয়ের মানুষের মধ্যে আতংক ও ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। গণদাবী ও গণমত উপেক্ষা করে এই মূল্য বৃদ্ধির ফলে জীবন যাত্রা আরো দুর্বিষহ হয়ে উঠবে। গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে গ্যাসের এই বর্ধিত মূল্য বৃদ্ধি জনগণ মেনে নিতে পারে না। দুর্নীতির প্রতিকার না করে গ্যাসের এই মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন। অন্যথায় বর্তমান সরকারের উন্নত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা ব্যাহত করবে। বর্ধিত গ্যাসের মূল্য বৃদ্ধি অবিলম্বে বাতিল গ্যাস ও বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের দ্রুত গ্রেফতার, আবাসিক গ্যাস খাতে ভর্তুকি দেয়ার দাবিতে আজ বিকেল ৩টায় সিলেট সিটি পয়েন্টে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে সম্মানিত সকল গ্যাস গ্রাহক ও সচেতন জনগণকে যথাসময়ে উপস্থিত হয়ে নির্দলীয় এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি