ছাতকে বন্যা পরিস্থিতির উন্নতি, পানিবন্দি কয়েক হাজার মানুষ

45

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গ্রামাঞ্চলের ঘর-বাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্যার পানি ধীরে-ধীরে নামতে শুরু করেছে। বুধবার থেকে ৩দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নসহ ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার নি¤œাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিলেন। গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় কিছু কিছু এলাকার উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থাও ছিল বিচ্ছিন্ন। শনিবার থেকে নদ-নদীতে পানি বৃদ্ধি স্থিতিশীল থাকায় এখানের অবস্থা স্বাভাবিক হয়েছে। পানির নিচ থেকে ভেসে উঠতে শুরু করেছে গ্রামীণ কাচা রাস্তাঘাটসহ কাছা ঘর-বাড়ি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বন্যার পানি নামতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ছাতক পয়েন্টে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বর্ষণ বন্ধ হয়ে দিনের অবস্থা স্বাভাবিক হওয়ায় সুরমা, পিয়াইন ও চেলা নদীতে পাথর-বালুবাহী বার্জ-কার্গো ও বাল্কহেড নৌকায় লোডিং-আনলোডিং শুরুসহ নদীতে নৌ-চলাচল শুরু হয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় দুই-তিন দিনের মধ্যেই মানুষের জীবন যাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে।