দ্রুত বাড়ছে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি

13

ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা :
ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর পানি দ্রুত বেড়ে চলছে। বিপদসীমার মাত্রা ছুঁই ছুঁই পানি পুরো উপজেলা জুড়ে আতংক ছড়াচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর পানি ছিল ৮.৬৪ পয়েন্টে। সন্ধ্যার পরে ৫ সেন্টিমিটার বেড়ে তা দাঁড়িয়েছে ৮.৬৯ পয়েন্টে। এর আগের দিন (বৃহস্পতিবার) কুশিয়ারা নদীর পানি ছিল ৮.৪২ সেন্টিমিটার। এক দিনের ব্যবধানে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ২৮ পয়েন্ট। অস্বাভাবিক এ পানি বৃদ্ধির কারনে জনমনে আতংক বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, ফেঞ্চুগঞ্জ এলাকার কুশিয়ারা নদীর তীর ছুঁই ছুঁই করছে আচমকা বেড়ে যাওয়া পানি। অন্য দিকে পানির চাপ আরো বাড়লে নদী ভাঙ্গন প্রবণ এলাকাগুলোতে নদী তীর ধ্বসে পড়ার আশংকা রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা জানান, ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর বিপদসীমার মাত্রা ৮.৯১ পয়েন্ট। পানি বাড়ার মাত্রা যে ভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে আগামী দুই দিনের মধ্যে এই উপজেলায় বন্যা হতে পারে।