যাদুকাটায় পাহাড়ী ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

152

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
যাদুকাটায় পাহাড়ি ঢল উজানের ৫০টি গ্রাম ঢলের পানিতে প্লাবিত তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। গত ২ দিনের বৈরী আবহাওয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ী নদী যাদুকাটা দিয়ে ঢলের পানি নেমে আসায় ঢলের পানিতে যাদুকাটা নদীর তীরবর্তী বালিজুরী, আনোয়ার পুর, দক্ষিণকূল, মাহতাবপুর, সোহালা, পিরজিপুর, লোহাজুরী চরারপার, ঘাঘরা, পাতারি চিকসা সহ ৫০টিরও বেশী গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সেই সাথে আনোয়ারপুর বাজারের পূর্ব পাশে তাহিরপুর সুনামগঞ্জ সড়কে আনোয়ারপুর ব্রীজের পূর্ব পাশে নির্মাণাধীন রাস্তার উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় পানির থোরে স্থানে স্থানে সড়কটি ভেঙ্গে বৃহস্পতিবার ভোর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে সড়কে জেলা সদরেরর সাথে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছেনা। ফলে এ সড়ক ব্যবহার কারী যাত্রী সাধারণ পড়ছেন চরম বিপাকে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল বলেন, পাহাড়ি ঢলের পানিতে আনোয়ারপুর ব্রীজের এপ্রোচের পূর্বাংশের নির্মানাধীন সড়কটি পানিতে নিমজ্জিত থাকায় ও পাহাড়ী ঢলের পানিতে স্থানে স্থানে ভেঙ্গে যাওয়ায় পরিষদের গাড়িটি বালিজুড়ি রেখে ছোট নৌকা দিয়ে আমি পরিষদে এসেছি।