সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ॥ ১০ লাখ টাকা উপটৌকন না দেওয়ায় একাধিক মামলার আসামি নেপুর

14

স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসারকে ১০ লাখ টাকা উপটৌকন না দেওয়ায় খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজমল আলী নেপুরকে নারী নির্যাতনসহ একাধিক মামলার আসামি করা হয়েছে। এছাড়া নানাভাবে তাকে হয়রানিও করা হচ্ছে; দেওয়া হচ্ছে প্রাণে মারার হুমকিও।
বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগের কথা তুলে ধরেন আজমল আলী নেপুর। লিখিত বক্তব্যে তিনি চেয়ারম্যান আফসারের লাঠিয়াল বাহিনী কর্তৃক হামলার শিকার হবেন বলে আশঙ্কা করেছেন। এজন্য তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায়ও রয়েছেন বলে দাবি করেন।
১৯ মে সকাল ৯ টায় আমাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এই মামলায় আমাকে এক মাসের বেশি সময় কারাভোগ করতে হয়েছে।’
তিনি আরও বলেন, সুরমা নদী থেকে একটি চক্র বালু উত্তোলন করতে চাইলে এলাকাবাসী সম্মিলিতভাবে তাতে বাধা প্রদান করেন। এমনকি বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী একাধীক মানববন্ধন করেছে। কিন্তু ওসি আখতার ও চেয়ারম্যান আফছর আহমদ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেন। চিহ্নিত দখলবাজদের নিয়ে বালু উত্তোলনের চেষ্টা চালায়। শেষ পর্যন্ত তারা আমাকে ১০ লাখ টাকা উপঢৌকন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয় তাদের সেই ইচ্ছা। এলাকার ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বালু উত্তোলনের বিরুদ্ধে। মানববন্ধন করেছে। এই অবস্থায় বালু উত্তোলন বন্ধ হয়ে যায়। এতে ওসি ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকী দেন। যার পরিণতি আমাকে কারাভোগ করতে হয়েছে নারী ও শিশু নির্যাতন মামলায়।’