দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারী আটক

20
দক্ষিণ সুরমা থেকে আটক বিপুল পরিমাণ ভারতীয় পণ্য।

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে- বিয়ানীবাজার থানার কাকুয়া দীঘিরপারের মোহাম্মদ আলীর পুত্র আবু সাঈদ মিয়া (২৩) ও লক্ষীপুর জেলা সদর রামকৃষ্ণপুর গ্রামের মনি লাল মজুমদারের পুত্র বর্তমানে দক্ষিণ সুরমা কদমতলী বাসস্ট্যান্ডের ভুট্টো মিয়ার কলোনীর বাসিন্দা ঝুটন মজুমদার (২৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ টিম দক্ষিণ সুরমা থানার বদিকোনাস্থ বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এর সামন সিলেট টু ঢাকাগামী মহাসড়কের উপর হতে বিপুল পরিমাণ ভারতীয় পন্যসহ ২ চোরাকারবারী আবু সাঈদ মিয়া ও ঝুটন মজুমদারকে আটক করে।
পুলিশ আরো জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিমটি হুমায়ুন রশিদ চত্ত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই উক্ত চোরাকারবারীদের আসার সংবাদ পায়। অতঃপর তারা ঢাকা সিলেট মহাসড়কের বদিকোনা সাকিনস্থ বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এর সামনে অবস্থান নিয়ে সন্দেহজনক গাড়ীগুলি তল্লাশী করাকালে ঢাকা মেট্রো ন ১৫-৫৩৫৪ নাম্বারের সন্দেহজন একটি কাভার্ড ভ্যান তল্লাশী চৌকিতে পৌছলে তা সিগন্যাল দিয়ে থামানো হয়। অতঃপর কাভার্ড ভ্যানটি তল্লাশী করে কাভার্ড ভ্যানের ভিতরে ভারতের রাজস্থানের তৈরী KAVERI MEHENDI CONE নামীয় ১৪টি বস্তায় থাকা মোট ৪০ হাজার ৩শ’ ২০ টাকার প্যাকেট ভারতীয় মেহেদী পেয়ে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ১২ হাজার ৮শ’ টাকা। তাৎক্ষনিকভাবে উক্ত চোরাকারবারীরা উক্ত মালামারে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মালামাল সুনামগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে আনয়ন করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করে নিয়ে যাচ্ছিল। অতঃপর এসআই সারোয়ার হোসেন বাদী হয়ে উক্ত চোরাকারবারীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন। নং ২৯ (২৫-০৬-১৯)।