গোলাপগঞ্জ পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

7
গোলাপগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করছেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ৫০কোটি ২লক্ষ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮০লক্ষ ৮৫ হাজার টাকা এবং উদ্ধৃত দেখানো হয়েছে ২১ লক্ষ ৬০ হাজার টাকা। মঙ্গলবার দুপুর ১টায় পৌর মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
এ সময় পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও অফিস সহকারী জিয়া উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী।
বাজেট ঘোষনা পরবর্তী সময়ে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেট গন মানুষের বাজেট। পৌরসভার প্রতিটি মানুষকে সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদান করতে এ বাজেট সহায়ক হবে। এ বাজেটের মধ্য দিয়ে আগামী এক বছরের মধ্যে মডেল পৌরসভা গঠনের জন্য সকলের সহযোগীতার আহবান জানান তিনি। আয়োজিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, এম ফজলুল আলম, জবান আলী, জহির উদ্দিন সেলিম, নাজিম উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ সভাপতি রতন মনি চন্দ, সেক্রেটারী ইউনুছ আহমদ চৌধুরী, কোষাধক্ষ জালাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী সাংবাদিক আব্দুল আহাদ, সাং মাহবুবুর রহমান চৌধুরী, হারিছ আলী, সেলিম হাসান কাওছার, খালেদ হোসেন, সুলতান আবু নাসের, জয় রায় হিমেল, সাকিব আল মামুন, জাহিদ উদ্দিন, আব্দুল আজিজ প্রমুখ।