সংবাদ সম্মেলনে বিসিএ নেতৃবৃন্দ ॥ যুক্তরাজ্যে রেস্টুরেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে দালাল থেকে সতর্ক থাকার আহ্বান

20
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত রয়েছেন এসোসিয়েশন নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার :
যুক্তরাজ্যের সাড়ে ১২ হাজার বাংলাদেশি রেস্টুরেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রির শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে যুক্তরাজ্যে রেস্টুরেন্টগুলোতে ওয়ার্ক পারমিট চালুর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। শিগগিরই এ বিষয়ে স্কিম ঘোষণা করতে পারে যুক্তরাজ্যের হোম অফিস। যুক্তরাজ্যে রেস্টুরেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কোনো ধরনের দালালের স্মরণাপন্ন না হয়ে নিজেরা ইমিগ্রেশন আইন সম্পর্কে জেনে ও বুঝে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ইতোমধ্যে, যুক্তরাজ্য সরকারের মাইগ্রেশন এডভাইজারি কমিটি (ম্যাক) ওয়ার্ক পারমিট চালুর ব্যপারে ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে। সবকিছু ঠিক থাকলে ২০২০ বা ২০২১ সালে কারি ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্টদের ওয়ার্ক পারমিট নিয়ে যুক্তরাজ্যে যাবার সুযোগ সৃষ্টি হতে পারে। অথচ, ম্যাক-এর অভিমত পাওয়ার পর পরই ইতোমধ্যে একটি অসাধু চক্র সিলেটসহ বিভিন্ন স্থানে যুক্তরাজ্যে যেতে আগ্রহী লোকজনের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়ার ফন্দি শুরু করেছে। আর তাই বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন লন্ডন ও সিলেটে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) মহাসচিব ওলি খান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএ-এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনাম উল হক চৌধুরী, বিসিএ- মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট শেলু মিয়া, এফবিসিসিআই পরিচালক খন্দকার সিপার আহমদ, সিনিয়র ক্যাটারার সানাম মিয়া, রোটারিয়ান মাহবুবুল হক চৌধুরী ও ব্যবসায়ী জামাল ইয়াকুব প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিএ নেতৃবৃন্দ, ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে যেতে আগ্রহীরা যাতে প্রতারিত না হন, সে বিষয়ে প্রকৃত তথ্য নির্ভর সংবাদের পাশাপাশি যুক্তরাজ্যের হোম অফিসের ওয়েব সাইট এবং বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের ওয়েব সাইট থেকে তথ্য গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান। বিজ্ঞপ্তি